‘বঙ্গবন্ধুও এখন স্বৈরশাসন থেকে মুক্ত’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন নির্মাতা আশফাক নিপুন। অবস্থান নেন ন্যায়ের। শুধু এই আন্দোলন ঘিরেই নয়, বিগত সরকারের (শেখ হাসিনা) আমলেও এই নির্মাতা কথা বলেছেন বুক ফুলিয়ে। হুমকি-ধামকি দিয়েও দমানো যায়নি তার কণ্ঠস্বর। তার কথাগুলো সাহস ও প্রেরণা জুগিয়েছে অনেককে।
তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই ধারণা করেছিল- তিনি ভিন্ন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন। কিন্তু বরাবরই মহানগর’খ্যাত এই নির্মাতা তার লেখনীর মাধ্যমে জানিয়েছেন, তিনি রাজনীতির বাইরের লোক; তার পরিচয় নির্মাতা। অনেকেই আবার তাকে ‘সাহসী’ নির্মাতার তকমাও দিয়েছেন। যার প্রমাণ মেলে তার কাজগুলোতে।
এদিকে, আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। আওয়ামী লীগ দিনটি ঘিরে আনা আয়োজন রাখলেও এর বিপরীতে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গতকাল মঙ্গলবার রাত থেকেই তারা অবস্থান নিয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির আশপাশে। এ নিয়ে গতকাল থেকেই চলছে তুমুল উত্তেজনা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এর মাঝেই আশফাক নিপুন কথা বলেছেন বঙ্গবন্ধুকে নিয়ে। দিয়েছেন ফেসবুক পোস্ট। তার কথা, ‘বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই। তিনি থাকবেন। গত ১৫ বছরে স্বৈরশাসনের দমন পীড়নের হাতিয়ার হিসেবে যেমন তাকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছিল, ঠিক তেমনি ছাত্র-জনতার গণ-আন্দোলনেও “তোমার ১২টা বাইজে গেছে” স্লোগানেও তিনি ছিলেন। আওয়ামী সরকারের একক কুক্ষিগত করার প্রচেষ্টায় বঙ্গবন্ধুকে যেভাবে বিস্মৃত করার চেষ্টা ছিল, আজকে শোক প্রকাশে বাঁধা প্রদানে, সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়ায় উনি পুনরায় জ্যান্ত হয়ে উঠছেন।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সবশেষে আশফাক নিপুন লিখেছেন, ‘মনে রাখবেন ৫ই আগষ্ট ছাত্র-জনতার সঙ্গে সঙ্গে তিনিও স্বৈরশাসন থেকে মুক্ত। বঙ্গবন্ধু এখন সবার। পতিত আওয়ামী স্বৈরশাসককে ঠেকাতে গিয়ে বঙ্গবন্ধুর কোন অসম্মান যেন না হয়।’