বদি-জাফরসহ ৩৩ জনের নামে মামলা

টেকনাফ প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৪, ১৮:২০
শেয়ার :
বদি-জাফরসহ ৩৩ জনের নামে মামলা

টেকনাফে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে প্রধান করে ৩৩ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে আসামি করা হয়েছে টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকেও।

গত বুধবার রাতে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা ৭০/৮০ জন আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদের নেতৃত্বে কক্সবাজার জেলা বিএনপির অর্থ-সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর মালিকানাধীন পেট্রোল পাম্প, আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইনসহ আরও বেশকটি স্থাপনায় হামলা চালানো হয়। এতে ব্যাপক গোলাগুলি ও ভাঙচুরের পাশাপাশি দোকানপাট লুটপাট করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ উসমান গনি বলেন, ‘গতকাল রাতে মো. আব্দুল্লাহ বাদী হয়ে সাবেক সংসদ আব্দুর রহমান বদি ও উপজেলা চেয়ারম্যান জাফর আহমদসহ ৩৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।