টুকু-পলক-সৈকতকে নেওয়া হচ্ছে আদালতে

অনলাইন ডেস্ক
১৫ আগস্ট ২০২৪, ১৫:৩৬
শেয়ার :
টুকু-পলক-সৈকতকে নেওয়া হচ্ছে আদালতে

রাজধানীর পল্টন এলাকায় রিকশাচালক কামাল মিয়া হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসানকে আদালতে নেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয় থেকে তাদের আদালতের উদ্দেশে নেওয়া হয়।

জানা গেছে, ওই তিনজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক এবং তানভীর হাসান সৈকতকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।