প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সালাহ উদ্দিন ওএসডি

অনলাইন ডেস্ক
১৫ আগস্ট ২০২৪, ১৪:২৬
শেয়ার :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সালাহ উদ্দিন ওএসডি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে পরিবর্তন এনেছে অন্তবর্তীকালীন সরকার। মোহাম্মদ সালাহ উদ্দিনকে ওএসডি করে তাকে জনপ্রশাসন মন্ত্রালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রাণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। 

জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন সালাহ উদ্দিন।  

এর আগে, তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারও আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ছিলেন।