আর জি কর কাণ্ডে যা বললেন মোদি
ভারতের পশ্চিমবঙ্গে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে পুরো দেশ। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, নারীর বিরুদ্ধে সংঘটিত অপরাধে কঠিন শাস্তি হবে। ভারতয়ি সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মোদি বলেন, 'আজ লালকেল্লা থেকে নিজের পীড়া ব্যক্ত করছি, সমাজ হিসাবে আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে। আমাদের মা, বোন, মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে দেশের আক্রোশ রয়েছে, জনমানসের আক্রোশ রয়েছে। এই আক্রোশকে আমি অনুভব করছি। এই নিয়ে দেশক, সমাজের, আমাদের রাজ্যসরকারের গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
তিনি আরও বলেন, ‘নারীদের বিরুদ্ধে অপরাধের তাড়াতাড়ি তদন্ত দরকার, রাক্ষসের মতো কাজ যারা করে, তাড়াতাড়ি সাজা দেওয়া দরকার, তা সমাজে বিশ্বাস তৈরি করার জন্য জরুরি।'
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মোদি বলেন,'আমি এটাও বলতে চাই যে, যখন ধর্ষণের ঘটনা ঘটে, নারীদের উপর অত্যাচার হয়, তখন তা নিয়ে বহু কথা হয়, মিডিয়ায় খবর হয়, কিন্তু যখন এমন রাক্ষুসে মনোবৃত্তির ব্যক্তির সাজা হয়, তা খবরে সেভাবে আসে না। এবার সময়ের দাবি, যার সাজা হবে তাকে নিয়ে যেন ব্যাপক চর্চা হয়। যাতে এই পাপ যারা করছে, তাদেরও মনের মধ্যে যেন ভয় ঢোকে।’
কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল আরজি করে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় নজিরবিহীন প্রতিবাদ দেখছে ভারত। দোষীদের শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। কলকাতার তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দিল্লিতেও পালিত হয় ‘মেয়েরা রাত দখল করো’কর্মসূচি। দিল্লির চিত্তরঞ্জন পার্কে রাত দখল বা ‘রিক্লেম দ্য নাইট’-র ডাক দেওয়া হয়। মুম্বাইয়ের আন্ধেরিতে পশ্চিম ইনফিনিটি মলের সামনেও জমায়েতের ডাক দেওয়া হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস