শর্টস পরে হাঁটব, আমিও কি তাহলে ধর্ষণযোগ্য: শ্রীলেখা

বিনোদন ডেস্ক
১৫ আগস্ট ২০২৪, ১০:৩৭
শেয়ার :
শর্টস পরে হাঁটব, আমিও কি তাহলে ধর্ষণযোগ্য: শ্রীলেখা

টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র সবসময় অন্যায়ের প্রতিবাদ করেন। এবার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ ও খুন নিয়েও সোচ্চার এ অভিনেত্রী। সেই সঙ্গে গতকাল বুধবার রাতেও রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার ‘রাত দখলের’ পোস্টার শেয়ার করে অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, আমি থাকছি আর আপনি? অনেক হাঁটতে হবে, তাই কমফোর্টেবল থাকতে ভাবছি শর্টস পরে হাঁটব। রেপেবল (ধর্ষণযোগ্য) মনে হবে কি আমাকে?’

এদিকে, যে সেমিনার হলে তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার হয়েছে তার পাশের দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তাল হয়ে উঠেছিল আরজি কর হাসপাতাল। এ ঘটনার মাধ্যমে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

 এ ইস্যুতেও পোস্ট করেছেন শ্রীলেখা। তিনি লিখেছেন, দুর্নীতি কোন জায়গায় পৌঁছে গিয়েছে। কী সাহস এদের। প্রমাণ লোপাটের চেষ্টা সেমিনার হল ভেঙে। পশ্চিমবঙ্গ কী কারও বাবার সম্পত্তি নাকি? সবাই ঠুঁটো জগন্নাথ হয়ে না বসে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মন্ত্রীদের পদত্যাগ দাবি করুন। বিচার সঠিকভাবে হোক।

অপর একটি পোস্টে শ্রীলেখা মিত্র লিখেছেন, ঢং করা অরাজনৈতিক সুবিধাবাদীদের চিহ্নিত করুন। আরজি কর হাসপাতালে যেটা ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ভুলে যাবেন না। যারা অন্য কোনো কথা বলছেন তারা ওই রেপিস্টের দলের লোক।

বর্তমানে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের তদন্তভার আদালত তুলে দিয়েছে সিবিআই’এর হাতে। এতে স্পষ্ট বোঝা গেল, কলকাতা পুলিশের কাজে আদালতও সন্তুষ্ট নয়। এদিকে সকলেই চাইছেন, আসল দোষীর শাস্তি হোক।