কুরস্ক দখল নিয়ে যা জানাল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, ২৩:২২
শেয়ার :
কুরস্ক দখল নিয়ে যা জানাল ইউক্রেন

রাশিয়ার ভূখণ্ডের কুরস্ক এলাকায় ইউক্রেনীয় সেনাদের প্রবেশ নিয়ে রুশ-ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নিয়েছে। দুই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এর আগে কখনো ইউক্রেনীয় সেনারা রাশিয়ার এত গভীরে প্রবেশ করেনি। তবে ইউক্রেন জানিয়েছে, তারা এই অঞ্চল দখলে রাখতে চায় না। 

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তারা কুরস্কের একাংশ নিজেদের দখলে রাখার ব্যাপারে উৎসাহী নয়। ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার ভূখণ্ডে ঢুকে মস্কোর সেনার অস্ত্র ও অন্য জিনিস সরবরাহের প্রক্রিয়াটা ব্যহত করতে চেয়েছে। রাশিয়ার সেনা সহজে দনেৎস্ক যেতে পারবে না।

কুরস্কে ইউক্রেনের সেনা ঢুকে যাওয়া হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে সবচেয়ে বড় বিদেশি সেনার আক্রমণের ঘটনা।

ইউক্রেনের মুখপাত্র বলেছেন, ‘রাশিয়া যখনই ন্যায্য শান্তি মেনে নেবে, তখনই ইউক্রেনের সেনা কুরস্ক ছেড়ে চলে আসবে। ইউক্রেন রাশিয়ার এলাকা নিতে চায় না। তারা নিজেদের মানুষের জীবন রক্ষা করতে চায়। এই কুরস্ক থেকে সম্প্রতি দুই হাজার বার আক্রমণ করেছে রাশিয়া।’

তার দাবি, ‘ইউক্রেনের সেনা ইউরোপের সভ্য সেনা। তারা আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলে। তারা কেবল সামরিক বাহিনীকেই টার্গেট করে।’

তিনি বলেছেন, ‘রাশিয়াই ইউক্রেন আক্রমণ করেছিল। তাই এখন যুদ্ধ রাশিয়ার ভূখণ্ডে নিয়ে যাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই।’