বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বালন অনুষ্ঠানে হামলা
শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে একদিন আগে আজ বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর পুড়ে যাওয়া প্রতিকৃতিতে মোববাতি প্রজ্জ্বালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী, চিত্রশিল্পী মুনিরুজ্জামান, চিত্রশিল্পী জুনিয়র শাহাবুদ্দিনসহ বঙ্গবন্ধু অনুরাগীরা ফুল শ্রদ্ধা জানাতে যান।
মুনিরুজ্জামান আমাদের সময়কে বলেন, ‘আমি একটি পেইন্টিং বসাতে যাই। জুনিয়র শাহাবুদ্দিন একটি স্কালপচার বসাতে যান। এর আগেই রোকেয়া প্রাচী সেখানে অবস্থান করছিলেন। পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ মোমবাতি নিয়ে হাজির হোন। পরে শিক্ষার্থী বা বিএনপির নেতাকর্মী নাকি অন্য কেউ হবে জানি না আমাদের শান্তিপূর্ণ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে হামলা করে।’
রোকেয়া প্রাচী বলেন, ‘আমরা সবাই এখানে আজ একত্রিত হয়েছি কারণ বাংলাদেশ পুড়েছে। আমরা সবাই একত্রিত হয়েছি কারণ আমাদের ১৯৭১ পুড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধুর ছবি পুড়েছে, ধানমণ্ডি ৩২ পুড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পুড়েছে বলে। আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘আমরা এখানে শোক প্রকাশ করতে এসেছি শান্তিপূর্ণভাবে। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তিনি আমাদের জন্য এই বাংলাদেশ দিয়েছেন, সংবিধান দিয়েছেন। এই বত্রিশ যখন পুড়েছে তখন আমাদের মনে হয়েছে আমরা পুড়েছি। আমরা ধানমন্ডি ৩২ এ দাঁড়িয়ে সারাবিশ্বের এই মহানায়কের কাছে ক্ষমা চাইছি, আমরা লজ্জিত, বাঙালি জাতি আজ লজ্জিত।
জানা গেছে, এ সময় সেনা ও পুলিশ সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক আনেন এবং বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসা মানুষ যার যার অবস্থানে চলে যান।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?