কোটা আন্দোলনে নিহত সুমাইয়ার মেয়ের দায়িত্ব নিলেন জামায়াতের আমির
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সুমাইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী দোয়েল চত্বর এলাকায় সুমাইয়ার মায়ের বাড়িতে যান তিনি। তাদের খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। এ সময় সুমাইয়ার ছোট্ট শিশু সুয়াইবাকে কোলে নিয়ে তার সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি।
জামায়াতের আমির বলেন, ‘আমরা এখানে এসেছিলাম শহীদ বোন সুমাইয়ার অবুঝ শিশুকে দেখতে। যার মুখে এখনো ভাষা ফুটে নাই। এই শিশুর যখন মুখে ভাষা ফুটবে তখন তার মা ডাকার মতো কেউ রইল না। এই শিশুর মতো যারা মা হারিয়েছে, যারা বাবা হারিয়েছে, যারা নিজেদের সন্তানদের হারিয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দেন।’
সুমাইয়ার মেয়ে সুয়াইবার দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘এই অবুঝ বাচ্চার এখন থেকে বড় হওয়া পর্যন্ত যাবতীয় দায়িত্ব আমরা নিলাম।’
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহ নারায়ণগঞ্জের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কোটা আন্দোলন চলাকালে জুলাইয়ের ২০ তারিখে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন গৃহিণী সুমাইয়া।