শেখ হাসিনার বিচার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, ১৬:৩১
শেয়ার :
শেখ হাসিনার বিচার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার বিচার দাবিতে আজ গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচার করার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। আজ বুধবার সকাল ১০টা থেকে গোপালগঞ্জ শহরে দুই ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

তার আগে শহরের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ-মিছিল শেষে তারা সেখানে সমাবেশ করেন। এ সময় শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান, যুগ্ম আহ্বায়ক কাজী আবুল খায়ের, সদস্য তৌফিকুল ইসলাম ও কে এম বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুর কবির, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।