শাহরুখ কেন ওজন কমাতে চান
সম্প্রতি লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ খান। এদিকে, বলিউদ বাদশা এক সাক্ষাৎকারে তার জীবনের সাফল্যের নানা দিক তুলে ধরেন।
চলমান কাজ নিয়েও কথা বলেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, আগামীতে সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ ছবিতে অভিনয় করছেন তিনি।
ছবির প্রস্তুতি সম্পর্কে শাহরুখ জানান, তিনি ‘কিং’ নিয়ে বেশ আশাবাদী কারণ, বিশেষ ধরনের কিছু ছবি করতে পছন্দ করেন তিনি।
সাক্ষাৎকারের এক পর্যায়ে শাহরুখ বলেন, ‘বিশেষ ধরনের কিছু ছবি রয়েছে যেগুলোতে আমি অভিনয় করতে পছন্দ করি। হতে পারে বয়সের কারণে কিছু বাধার সম্মুখীন হতে হয়। তবে আমি নতুন ধরনের চরিত্রে কাজ করতে পছন্দ করি। গত ছয়-সাত বছর ধরে আমি এই ধরনের ছবির (কিং) কথা ভাবছিলাম এবং সুজয়কে বলেছিলাম। ও আমাদের প্রযোজনা সংস্থার জন্য কিছু ছবি তৈরি করেছে। ওই বলল, একটি বিশেষ বিষয়ের ছবি রয়েছে।’
‘কিং’ ছবিতে অভিনয় করার জন্য ওজন কমানোর বিষয়ে শাহরুখ জানান, আমি ‘কিং’ ছবিতে অভিনয় করছি। শীঘ্রই এই ছবির কাজ শুরু করতে হবে আমাকে। সে জন্য আমাকে একটু ওজনও কমাতে হবে। এ জন্য শরীরচর্চাও করতে হবে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট