ওয়ারীতে ফ্ল্যাট মালিককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৪, ১৪:১৮
শেয়ার :
ওয়ারীতে ফ্ল্যাট মালিককে পিটিয়ে হত্যা

পুরোনো ঢাকার ওয়ারীর পার্শ্ববর্তী এলাকা হাটখোলাতে জমিজমা (ফ্ল্যাট) নিয়ে বিরোধে আলামিন ভুইয়া (৪২) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনদের।

ওয়ারী একেএম শাহা লেন এর মৃত শামসুদ্দিন এর ছেলে আলামিন।

আজ বুধবার সকালে হাটখোলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে আলামিনের স্বজনরা তাকে উদ্ধার করে বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বলেন, ‘নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

নিহতের স্ত্রী মুনমুন অভিযোগ করে বলেন, ‘তারা প্রায় দেড় বছর আগে রিপন নামে একজন ডেভেলপার ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা দিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন। কিন্তু ফ্ল্যাট রেডি হলেও তা বুঝিয়ে দিচ্ছিল না। এসব নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল।’

তিনি আরও বলেন, ‘আজ সকালে নিহত আলামিন হাটখোলা এলাকায় গিয়েছিলেন। ফ্ল্যাট নিয়ে বিরোধের কারণে রিপন তার লোকজন নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে।’