আইনমন্ত্রীর গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৪, ০৯:০১
শেয়ার :
আইনমন্ত্রীর গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হওয়ার খবরে আখাউড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরশহরের সড়ক বাজারে আনন্দ মিছিল বের করে বিএনপি।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু মিয়া, সদস্য সচিব ডা. খোরশেদ আলম ভুঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভুঁইয়া, সদস্য সচিব আক্তার খান, যুবদলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মহসিন ভুঁইয়া, জিয়াউল হাসান সানি, আশরাফুল সরকার, জাবেদ ভুঁইয়া, সুমন চৌধুরীসহ অন্যরা।

এ সময় বিএনপির নেতাকর্মীরা বলেন, ‘সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। দেশের বহু নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। তার সময়ে আমরা আখাউড়ায় কোনো মিটিং-মিছিল করতে পারিনি। আখাউড়ায় আমাদের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করা হয়েছে।