রাজধানীতে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা
রাজধানীর গেন্ডারিয়া বসু বাজার এলাকায় দুর্বৃত্তর গুলিতে মো. আনিছ (৪৭) নামের বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আনিছকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আনিছ পুরান ঢাকার নারিন্দা গুরুদাস সরকার লেনের স্থায়ী বাসিন্দা ছিলেন। ব্যক্তি জীবনে অবিবাহিত আনিছ আংটি ও পাথর বিক্রি করতেন।
আনিছের বড় ভাই মো. নাদিম বলেন, ‘আনিছ বিএনপির কর্মী ছিল। সে আংটি ও পাথরের ব্যবসা করত। আজ বিকেলে সে বাসা থেকে বের হয়। পরে খবর পাই সে গুলিবিদ্ধ হয়েছে। পরে ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নাদিম বলেন, তার ছোট ভাই বিএনপি করত। আওয়ামী লীগের লোকজন তাকে গুলি করে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো, বাচ্চু মিয়া বলেন, মরদেহের পেটের ওপরে ও মাথায় গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?