মঙ্গলে পানির সন্ধান, বসতি গড়ার প্রত্যাশা
মঙ্গলগ্রহে তরল পানির মজুদ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। মার্কিন গবেষণা সংস্থা নাসার মার্স ইনসাইট ল্যান্ডার রোভার থেকে পাঠানো তথ্য বিশ্লেষণ করে এই দাবি করছেন তারা। এতে করে লাল গ্রহটিতে বসতি গড়ার প্রত্যাশা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
অনেকদিন ধরেই মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছেন মহাকাশবিজ্ঞানীরা। এ মুহূর্তে মঙ্গলের পৃষ্ঠ বাসযোগ্য নয়। গ্রহটির আবহাওয়া খুব ঠান্ডা ও নিয়মিতই এতে মারাত্মক অতিবেগুনি রশ্মির বিস্ফোরণ ঘটে। এ ছাড়া এর মাটি লবণাক্ত, বাতাসের ঘনত্ব কম এমনকি এখন পর্যন্ত সেখানে প্রাণের অস্তিত্বের প্রমাণও খুঁজে পাওয়া যায়নি।
তবে পানি পাওয়ার পর নতুন করে আশা জাগতে শুরু করেছে। ২০১৮ সালে পাঠানো রোভারটি মঙ্গলের ভূকম্পন ডাটা থেকে তরল পানির সন্ধান পাওয় যায়। এর আগে মেরু অঞ্চলে বরফ আকারে পানি থাকার প্রমাণ মিলেছিল। জলীয়বাষ্পের উপস্থিতিও নিশ্চিত হওয়া গেছে। তবে এই প্রথম তরল পানির সন্ধান মিলেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধে বলা হয়, চার বছর মঙ্গলের পালস বোঝার চেষ্টা করে মারস ইনসাইট। ১৩১৯টি ভূকম্পন রেকর্ড করে রোভারটি। বিজ্ঞানীরা বলছেন, সেখান থেকেই পানির উপস্থিতি টের পেয়েছেন তারা।]
গবেষণা দলের সদস্য ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মাঙ্গা বলেন, আমরা পৃথিবীতে পানি, তেল কিংবা গ্যাস অনুসন্ধানে যে কৌশল অনুসরণ করি তা ব্যবহার করেই মঙ্গলে পানির উপস্থিতি নিশ্চিত হয়েছি আমরা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠ থেকে ছয় থেকে ১২ মাইল গভীরেই এই পানির উৎস রয়েছে। সেখানকার জলবায়ুর ক্রমবিকাশ সম্পর্কে ধারণা নিতে পানিচক্র বোঝা খুব জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান গবেষক ড. ভাষান রাইট।