মেয়রসহ আওয়ামীপন্থী কাউন্সিলররা আত্মগোপনে, সেবা বিঘ্নিত

সিলেট ব্যুরো
১৩ আগস্ট ২০২৪, ২০:২০
শেয়ার :
মেয়রসহ আওয়ামীপন্থী কাউন্সিলররা আত্মগোপনে, সেবা বিঘ্নিত

সরকার পতনের পর স্থবির হয়ে পড়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কার্যক্রম। গা ঢাকা দিয়েছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও আওয়ামীপন্থী কাউন্সিলররা। ফলে সেবা নিতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন নগরবাসী। খোঁজ মিলছে না সিসিকের রাস্তা এবং ড্রেনের কাজের দায়িত্বে থাকা ঠিকাদারদের। ফলে বিভিন্ন এলাকায় চলমান ড্রেন এবং রাস্তা সংস্কারের কাজও বন্ধ হয়ে বাড়ছে দুর্ভোগ। প্রায় চার দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে বর্জ্য অপসারণের কাজ।

সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, রাজনৈতিক মতাদর্শের কারণেও অনেকে ভয় পাচ্ছেন। তবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার কয়েকজন কাউন্সিলরও অফিসে এসেছিলেন। আশা করা হচ্ছে দ্রুত কাজে ফিরবে সবাই। 

সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘উন্নয়ন কাজগুলো বন্ধ হয়ে পড়ায় কিছুটা জনদুর্ভোগ হচ্ছে, এটা সত্য। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা কেন্দ্রিয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আশা করা যাচ্ছে এ সপ্তাহেই মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা পাওয়া যাবে।’

গত বছরের ২১ জুন সিসিকের পঞ্চম নির্বাচনে মেয়র নির্বাচিত হন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। ওই বছরের নভেম্বরে তিনি মেয়র পদে দায়িত্বগ্রহণ করেন। ওই নির্বাচনে ৪২টি ওয়ার্ডের বেশিরভাগেই কাউন্সিলর পদে বিজয়ী হন আওয়ামী লীগের নেতারা। ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান কাউন্সিলরদের অনেকেই। অনেকের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর ও লুটপাট করা হয় কাউন্সিলর কার্যালয়ে। নগরভবনও রেহাই পায়নি দুর্বৃত্তদের হাত থেকে।