ধর্ম মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, ১৭:২৮
শেয়ার :
ধর্ম মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা বরখাস্ত

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম। পুরোনো ছবি

কোটা সংস্কার আন্দোলনকে ‘সহিংসতা’ ও ‘নাশকতা’ উল্লেখ করে চিঠি জারি করায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ১২ আগস্ট ‘কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ’ বিষয়ে জারি করা পত্রটি গতকাল সোমবার বাতিল করা হয়েছে। পত্রটি এ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থায় পাঠানো হয়েছে। এটি বিভিন্ন পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের গুরুতর ঘটনার কারণে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ১২ আগস্ট পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সম্পূর্ণ নিজের একক সিদ্ধান্তে জারি করায় পত্র স্বাক্ষরকারী কর্মকর্তা ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।