রাহুল আনন্দের বাসায় হামলা নিয়ে যা বললেন ‘জলের গান’-এর সদস্য

বিনোদন প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৪, ১৭:১৮
শেয়ার :
রাহুল আনন্দের বাসায় হামলা নিয়ে যা বললেন ‘জলের গান’-এর সদস্য

শিক্ষার্থীদের কোটা আন্দোলন একটা পর্যায়ে রূপ নেয় সরকার পতনের দাবিতে। ছাত্র-জনতার তোপের মুখে গেল ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর দেশে আনন্দ-উল্লাসের পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাংচুর ও হত্যার ঘটনাও ঘটেছে। সেই ঘটনাগুলোর মধ্যে একটি ধানমন্ডি ৩২-এ অবস্থিত জলের গান ব্যান্ডের গায়ক রাহুল আনন্দের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ। অগ্নিসংযোগে রাহুলের বাড়িতে থাকা প্রায় তিন হাজার বাদ্যযন্ত্র ভস্মীভূত হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথাও বলেছেন রাহুল।

জানিয়েছেন, এক কাপড়ে স্ত্রী-সন্তানকে নিয়ে বাসা থেকে বেরিয়ে এসেছেন তিনি।

এদিকে, রাহুলের বাড়িতে আগুনের বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার তাদের পারিবারিক বন্ধু (রাহুল আনন্দের স্ত্রী ঊর্মিলা শুক্লার বন্ধু) ফারহানা হামিদ এক ফেসবুক পোস্টে জানিছেন, এই গায়কের বাড়িটি উদ্দেশ্য করে আগুন দেওয়া হয়নি। তার দাবি- রাহুদের ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতি’র সঙ্গে এই ভাঙচুর ও অগ্নিসংযোগের কোনো সম্পর্ক নেই।

ফারহানা হামিদের পোস্টটি শেয়ার করা হয়েছে জলের গান ব্যান্ডের ফেসবুক পেজ থেকেও। এছাড়াও সংস্কৃতি অঙ্গনের অনেকেই দাবি করেছেন- দুর্বৃত্তরা আগুন দেয় ধানমন্ডি ৩২- এ অবস্থিত বঙ্গবন্ধু মিউজিয়ামে। আর সেই আগুনই ছড়িয়ে পরে রাহুলের বাসায়। আবার কেউ কেউ রাহুলের সমালোচনা করে লিখছেন নানা কথাও। এই তালিকায় আছেন- অভিনেত্রী এলিনা শাম্মী, গায়ক তানজীব সারোয়ার, গীতিকার লতিফুল ইসলাম শিবলীসহ অনেকে।

আবার কারো কথা এমন- রাহুলের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি এমন ভাবে তুলে ধরা হয়েছে, যা ধর্মীয় উসকানি। আর গায়ক নিজেই তা প্রচার করেছেন গণমাধ্যমে!

এ বিষয়ে রাহুল আনন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি আজ সকাল থেকেই বন্ধ পাওয়া যায়।

তবে বিষয়টি নিয়ে কথা বলেছেন ‘জলের গান’ ব্যান্ডের সদস্য ওমর ফারুক। তার কথায়, ‘আগে যা শুনেছেন সবই সত্য। কিন্তু এখর আর সেসব কথা স্মরণ করতে চাই না। আগুনে পুড়েছে রাহুল দার সবকিছু- এটা সত্য। তবে বিষয়টি অসাম্প্রদায়িক হামলা ব্যাখ্যা দিয়ে বিশ্ব মিডিয়ায় একটা ইস্যু করার চেষ্টা করা হয়েছে। আমরা শুধু বলতে চাই, ধর্মীয় বা রাহুল দা ইস্যু নয়, বাসা ৩২ নম্বরের এবং বঙ্গবন্ধুর মিউজিয়ামের পাশে হওয়াতে এভাবে আগুন দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, রাহুল আনন্দ ‘জলের গান’ ব্যান্ডের অন্যতম সদস্য। দলে তিনিই মূল ভোকাল। লোকজ ঘরানার গান ও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র পরিবেশন করে জনপ্রিয়তা পেয়েছে এ গানের দলটি।