শিশু একাডেমির মহাপরিচালকের পদত্যাগ

অনলাইন ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, ১৫:১৭
শেয়ার :
শিশু একাডেমির মহাপরিচালকের পদত্যাগ

পদত্যাগ করেছেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (ডিজি) আনজির লিটন। 'বৈষম্যবিরোধী কবি লেখক শিল্পী ডায়াস'এর আন্দোলনের মুখে আজ মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেন তিনি। শিশু একাডেমির পার্সোনাল অফিসার শাহ আকবর জিয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দেওয়া ওই চিঠিতে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে জানান তিনি।

এর আগে পদত্যাগের জন্য আনজির লিটনকে গতকাল সোমবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে এ সময়ের মধ্যে পদত্যাগ না করায় আজ সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে পদযাত্রা ও শিশু একাডেমি ঘেরাও কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী কবি লেখক শিল্পী ডায়াস।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৮ অক্টোবর শিশু একাডেমির মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন আনজির লিটন। দায়িত্ব নেয়ার দুই বছরের মধ্যেই আন্দোলনের জেরে পদত্যাগ করলেন তিনি।