ক্রিকেট-রাজনীতি একসঙ্গে /

দুই পক্ষেরই দায় দেখছেন লিপু

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৪, ১৭:৩৮
শেয়ার :
দুই পক্ষেরই দায় দেখছেন লিপু

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে সাকিব আল হাসান খেলবেন কি না সেটি নিয়েও ছিল ধোঁয়াশা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে দলে রাখা হয়েছে সাকিবকে। গতকাল রবিবার সিরিজ উপলক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

পাকিস্তান সিরিজে সাকিব দলে থাকলেও তাকে নিয়ে দুশ্চিন্তা অন্য কারণে। সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। একই সংসদের সদস্য ছিলেন সাকিব। ফলে তার পদও বিলুপ্ত হয়। তাই সাকিবের দলে থাকা নিয়ে ক্ষোভ রয়েছে বাংলাদেশ দলের সমর্থকদের কিছু অংশের মধ্যে। তাছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নীরব ভূমিকাও কিছু সমর্থকদের কাছে ক্ষোভের জন্ম দিয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হন সাকিব। তার পর থেকে রাজনীতি ও ক্রিকেট একই সঙ্গে চালিয়ে যাচ্ছিলেন তিনি। গতকাল বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে জাতীয় দলের আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহান বলেছিলেন, ক্রিকেটারদের রাজনীতি ও ক্রিকেট একসঙ্গে চালানো উচিত নয়। আজ সোহানের মতো একই সুরে কথা বললেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

ক্রিকেট ও রাজনীতি একই সঙ্গে চালিয়ে নেওয়ার প্রসঙ্গে পুরোপুরি খেলোয়াড়দের দোষ দেননি লিপু। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক বলেছেন, ‘গতকাল হয়তো (নুরুল হাসান) সোহান বলেছে। একই সঙ্গে আমি যোগ করতে চাই, সংস্কার দুই জায়গায়ই হতে হবে। একটা খেলোয়াড়ের জন্য যেমন, জাতীয় দলের সঙ্গে থাকাকালে তিনি রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন কি ন। তার পাশাপাশি রাজনৈতিক দলগুলোরই বা উচিত কি না যে একটা জাতীয় দলের খেলোয়াড়কে দলে নেওয়া। তারা তো দেশের জন্যই কাজ করেন। বিষয়টা একপাক্ষিক নয়। আপনি শুধু খেলোয়াড়কে দোষ দিতে পারবেন না।’

রাজনীতিতে জড়িয়ে সাকিব ভুল করেছেন বলেও মনে করেন লিপু। জাতীয় দলের প্রথম এই অধিনায়ক বলেন, ‘মানুষ ভুল করে। তার শোধরানোর সুযোগও আছে। সাকিব যদি তার পথচলায় কোনো ভুল করে থাকে, তার নিজেরই বোঝার সুযোগ হবে, নিজেকে সঠিক রাস্তায় নিয়ে আসবে।’