কাজে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা

অনলাইন ডেস্ক
১২ আগস্ট ২০২৪, ১৭:২৫
শেয়ার :
কাজে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা

আওয়ামী লীগ সরকারের পতনের পর সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে অবশেষে রাজধানীর সড়কে ফিরেছে পুলিশ সদস্যরা। আজ সোমবার রাজধানীর বিভিন্ন মোড়ে তাদের উপস্থিতি দেখা গেছে। তাদের পাশাপাশি সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরাও কাজ করছেন।

ট্রাফিক পুলিশদের কাজে ফেরার তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, ‘একটা ছন্দপতন হয়েছিল। আজ আবার ট্রাফিক পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন। এ সপ্তাহের মধ্যে সবাই যোগ দেবেন বলে আশা করা যায়।’

মুনিবুর রহমান বলেন, ‘আজ একটা আইস ব্রেকিং হলো। রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা নেমেছেন। এর মধ্যে মিরপুরের ১৫টি স্থানে, গুলশানে ৯টি স্থানে, উত্তরায় ৫ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়ন্ত্রণ করছেন।’

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তার আগে কোটা সংস্কার আন্দোলনের সময় অনেক থানায় হামলা হয়। এরপর রাজধানীর থানাগুলো যেমন পুলিশশূন্য হয়ে যায় আবার ঢাকার রাস্তায়ও ট্রাফিক পুলিশ দেখা যায়নি।

পরে ধীরে ধীরে থানাগুলোর কার্যক্রম শুরু হয়। আর এ সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেন। গত কয়েক দিন অবশ্য রাজধানীতে যানবাহন কম ছিল। কিন্তু গতকাল রবিবার থেকে যানবাহন বাড়তে থাকে।