যুবদল সভাপতি-সম্পাদকের নামে অনৈতিক সুবিধা দাবি করলে আইনে সোপর্দের নির্দেশ

অনলাইন ডেস্ক
১২ আগস্ট ২০২৪, ১৭:০২
শেয়ার :
যুবদল সভাপতি-সম্পাদকের নামে অনৈতিক সুবিধা দাবি করলে আইনে সোপর্দের নির্দেশ

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নামে কেউ চাঁদাবাজি করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আজ সোমবার এক বিশেষ নির্দেশনায় এ আহ্বান জানায় যুবদল।

বিশেষ নির্দেশনায় যুবদল উল্লেখ করে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নাম ব্যবহার করে কেউ যদি কোথাও কোনো প্রকার অনৈতিক সুবিধা দাবি করে, তৎক্ষণাৎ তাকে ওখানেই আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন। এ ছাড়া তার রাজনৈতিক পরিচয়সহ সভাপতি-সাধারণ সম্পাদক বা যুবদল দপ্তরের নিম্মোক্ত নম্বরে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো-

এতে যুবদল সভাপতি (০১৯৬৬০২২০১০), সাধারণ সম্পাদক (০১৭১২০২৮১২৬) ও দপ্তর সম্পাদকের (০১৫৭৬৯১২০৮৫) মোবাইল নম্বর দেওয়া হয়।