বৈশ্বিক আন্দোলনের ডাক ভেনেজুয়েলার বিক্ষোভকারীদের

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৪, ১৬:৪০
শেয়ার :
বৈশ্বিক আন্দোলনের ডাক ভেনেজুয়েলার বিক্ষোভকারীদের

আগামী ১৭ আগস্ট বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ভেনেজুয়েলার বিরোধীরা। তাদের দাবি, গত নির্বাচনে অবৈধভাবে নিজেকে জয়ী ঘোষণা করেছেন নিকোলাস মাদুরো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ২৮ জুলাই ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন মাদুরোকে অনানুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করে দাবি করা হয়, প্রায় ৫১ শতাংশ ভোট পেয়েছেন তিনি। তবে ভোটের পুঙ্খানুপুঙ্খ ফল প্রকাশ করেনি নিয়ন্ত্রক সংস্থাটি। মাদুরোকে জয়ী ঘোষণা করার পরপরই দেশটিতে বিক্ষোভ শুরু হয়। রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। বিরোধীরা এ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন। তারা ভোটের পুঙ্খানুপুঙ্খ ফল প্রকাশের দাবি জানান।

তারই ধারাবাহিকতায় এবার ১৭ আগস্ট বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিরোধীদের দাবি, এই নির্বাচনে জয় পেয়েছেন এডমুন্ডো গনজালেজ। এই বিক্ষোভের সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার বেশ কিছু দেশও এখনো মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে কোনো স্বীকৃতি দেননি। 

গতকাল রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেন,  এই শনিবার তারা ভেনেজুয়েলাসহ সারা বিশ্বের সড়কে নেমে বিক্ষোভ দেখাবেন। তিনি বলেন, ‘চলুন, একসঙ্গে আওয়াজ তুলি, যাতে পুরো বিশ্ব আমাদের বিজয়কে সমর্থন করে।’