ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ডাকাতি

রাজবাড়ী প্রতিনিধি
১২ আগস্ট ২০২৪, ১৬:১২
শেয়ার :
ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ডাকাতি

রাজবাড়ীতে বাড়িতে ঢুকে আলম দেওয়ান (৬০) ও তার স্ত্রী ফরিদা বেগমকে (৪৫) কুপিয়ে জখম করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ওই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা। 

গতকাল রবিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলম দেওয়ানের ছেলে সোহান দেওয়ান বলেন, ‘রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। রাত ৩টার দিকে বাবা-মায়ের চিৎকারে ঘুম ভেঙে যায়। এ সময় প্রতিবেশীদের ডাকার চেষ্টা করি। পরে রুমে এসে দেখি, বাবা-মা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন।’

তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা যায় ডাকাতরা রাত ১টার দিকে বাড়ির পেছনের দিক দিয়ে প্রবেশ করে। দরজা ভেঙে ঘরে ঢুকে বাবা-মাকে কুপিয়ে জখম করে। মায়ের গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় ডাকাতরা। ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ দেড় লাখ টাকা লুট করে। ডাকাতরা ৪-৫ জন ছিল। তারা বাবার মাথায় কুপিয়ে জখম ও মায়ের পায়ে কুপিয়ে জখম করে।’

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, ‘বসন্তপুরে ডাকাতির ঘটনাটি শুনেছি। ভুক্তভোগীদের থানায় এসে লিখিত অভিযোগ করতে বলেছি। ’