শেখ হাসিনাকে নিয়ে ‘আশার কথা’ বললেন আওয়ামী লীগ নেতা
পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ সোমবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
শেখ হাসিনা দ্রুত ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান। তিনি বলেন, ‘আমাদের জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ষড়যন্ত্র করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে কুচক্রী মহল। যারা দেশে অরাজকতা করেছে লুটপাট করেছে গণভবনে, বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত ৩২ নম্বর বাড়িতে আগুন দিয়েছে, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, আমাদের সংসদ সদস্য প্রিয় নেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের বাড়িতে আগুন দেওয়াসহ দেশ ধ্বংস করেছে তার তীব্র নিন্দা জানাই।’
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনার দেখেছেন জাতির জনকের ছবি-ম্যুরাল যেভাবে নগ্নভাবে ভাঙচুর, অপমান করা হয়েছে, শেখ হাসিনার ব্যবহৃত শাড়ি-কাপড়সহ আসবাবপত্র যেভাবে ধ্বংস করেছে—তা বিশ্ববাসী দেখেছে। সারাদেশে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের হত্যা বাড়িঘরে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানাই।’
আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের অভয় দিয়ে দেশবাসীর উদ্দেশে মাহাবুব আলী খান বলেন, ‘আপনারা যার যার অবস্থান থেকে প্রস্তুত থাকেন, আমাদের নেত্রী খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন। দলের বর্তমান ক্লান্তিকালে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দীন আজম দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?