রাগের মাথায় বলেছি: দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
১২ আগস্ট ২০২৪, ১৪:৩৪
শেয়ার :
রাগের মাথায় বলেছি: দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা

গণমাধ্যম বন্ধের বিষয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘গণমাধ্যম বন্ধ করা আমার কাজ না।’ 

আজ সোমবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়ে সাম্প্রতিক সহিংসতায় আহত আনসার সদস্যদের খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি কালকে একটা কথা বলেছি। এজন্য আমি খুবই দুঃখিত। আমি রাগের মাথায় বলছি যে, আবার চাটুকারি করবেন বন্ধ করে দেব। আসলে এটা আমার কাজ না।’

এ সময় যমুনা টেলিভিশনের প্রশংসা করেন এই উপদেষ্টা। বলেন, ‘যমুনা টিভিই কিছু দেখাচ্ছিল ওই সময়ের। পরে দেখলাম সম্প্রচার বন্ধ হয়ে গেছে। এটা ভবিষ্যতে আমি আশা করি, আমরা থাকি না থাকি যারা রাজনীতি করবেন তারা যদি এটা করেন তাহলে আপনারা স্ট্রাইকে (কর্মবিরতি) চলে যাবেন। কী আর হবে। একমাস না হয় না খেয়ে থাকবেন। মরে তো যাবেন না।’

এর আগে, গতকাল রবিবার রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এই উপদেষ্টা বলেছিলেন, ‘বিগত সরকারের সহিংসতা নিয়ে গণমাধ্যমগুলো অনেক মিথ্যাচার করত। তারা সরকারের চাটুকারিতা করেছে। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরলে আজ এত পুলিশ মারা যেত না। একটা দেশ ডুবে যখন, মিডিয়া তখন মিথ্যা প্রচার করে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে যা হয়েছে, নতুন করে কাউকে চাটুকারিতা করতে দেওয়া হবে না। মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে। এরপরও যারা চাটুকারিতা করবে, সেসব মিডিয়া বন্ধ করে দেওয়া হবে।’