প্রধান বিচারপতিকে নিয়ে যা বললেন সারজিস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। রাজপথ এবং ফেসবুক, দু’ক্ষেত্রেই তিনি সমানে সমান এক সক্রিয় প্রতিবাদী শিক্ষার্থী। তিনি প্রতিনিয়ত বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে একের পর এক জ্বালাময়ী পোস্ট দিয়ে চলেছেন।
আজ রবিবার ফেসবুকের এক পোস্টে সদ্য শপথ নেওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়ে লিখেছেন সারজিস।
স্ট্যাটাসে লিখেন, ‘অবশেষে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমরা বিশ্বাস করি আপনার থেকে দেশের মানুষ তাদের আস্থার তাদের প্রতিদান পাবে। দেশের বিচার ব্যবস্থার উপর আবার মানুষের আস্থা ফিরে আসবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
স্ট্যাটাসে দল-মত, রাজনৈতিক আদর্শ সবকিছুর উপরে থাকুক ন্যায়, সত্য ও দেশ বলেও মন্তব্য করেন সারজিস। সব শেষে লিখেন আমাদের বাংলাদেশ।
এর আগে আজ রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বঙ্গভবনে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গতকাল শনিবার দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন। তিনি ছাড়া আপিল বিভাগের আরও ৫ বিচারপতি একই দিনে পদত্যাগ করেন।