আদমজী ইপিজেডে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ
আদমজী ইপিজেডে দালাল মুক্ত নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশী শ্রমিকরা। এ সময় তারা আদমজী ইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানে নারী-পুরুষ ও বয়সের বৈষম্য নির্মূলের দাবি জানান।
আজ রবিবার সকালে প্রায় চার শতাধিক চাকরি প্রত্যাশী শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
এক পর্যায়ে বিক্ষোভরত শ্রমিকদের একাংশ আদমজী ইপিজেডের ভেতরে প্রবেশ করে কয়েকটি প্রতিষ্ঠানে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে একটি সূত্রে জানা যায়।
এ সময় প্রতিষ্ঠানগুলো থেকে কর্মকর্তা কর্মচারীরা বের হয়ে পাল্টা ধাওয়া করে বিক্ষোভকারীদের। পরে খবর পেয়ে সেনাবাহীনির সদস্যরা ঘটাস্থলে এসে উপস্থিত হন। তারা উত্তেজিত শ্রমিকদের সাথে কথা বলে দাবিগুলো শোনেন এবং সেগুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দেন।
এদিকে সকাল থেকে শুরু হওয়া শ্রমিকদের বিক্ষোভের কারণে আদমজী-চাষাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা বেলা ১টার দিকে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে আদমজী ইপিজেডের (জিএম) মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়নি। তারা উল্টো ভেতরে প্রবেশ করে কয়েকটি ফ্যাক্টিরিতে ইটপাটকেল মেরেছে। এরপর ফ্যাক্টরির কর্মকর্তারা তাদের আটকানোর চেষ্টা করেন।
চাকরির ক্ষেত্রে ছেলেদের অবমূল্যায়নের প্রশ্নে তিনি বলেন, ‘এখানকার বেশিরভাগ কারখানায় মেয়েদের কাজ বেশি হয়ে থাকে। এজন্য মেয়েদের সংখ্যা বেশি। তবে আমি নিজেও তাদের বুঝিয়েছি, বলেছি আমরা আলোচনা করে সমাধান করব।’