প্রবাসীর বাড়িতে ডাকাতি করে পালানোর সময় আটক ২

তালতলী (বরগুনা) প্রতিনিধি
১১ আগস্ট ২০২৪, ১৭:৪৭
শেয়ার :
প্রবাসীর বাড়িতে ডাকাতি করে পালানোর সময় আটক ২

বরগুনার তালতলীতে দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় দুইজনকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদেরকে উপজেলা প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়।

গতকাল শনিবার রাত ২টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের মঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- বরগুনা পৌরসভার ক্রোক স্লুইস এলাকার সজল ওরফে সোহাগ এবং তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকির তবক গ্রামের মনির খান (৩৩)।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার ছোটবগী ইউনিয়নের মঠখোলা এলাকার দুবাই প্রবাসী রুবেল জোমাদ্দারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকতরা নগদ তিন লাখ ৭০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় ডাকাতিতে বাধা দিলে হামলায় আহত হন রুবেলের স্ত্রী ফাতিমা বেগম ও তার ভাগ্নি আখি আক্তার। পরে ভুক্তভোগী পরিবারের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ডাকাত দলকে ধাওয়া দিয়ে দুজনকে আটক করেন।

প্রবাসী রুবেল জোমাদ্দারের স্ত্রী ফাতিমা বেগম বলেন, ‘একসঙ্গে ৫-৭ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ ঘরের ভিতরে প্রবেশ করে। এরপর নগদ তিন লাখ ৭০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাতিতে বাধা দিলে আমাদের বেধড়ক মারধর করেন। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, আনসার সদস্যদের মাধ্যমে আটক দুই ডাকাত সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।