নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান হামাসের
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকার একটি স্কুলে আশ্রয় নেয়া উদ্বাস্তু জনগণের ওপর ইসরায়েরের বিমান হামলা নিয়ে আলোচনার তারা এই আহ্বান জানায়।
গতকাল শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের উপ-প্রধান খালিল আল-হাইয়া বলেন, নিরাপত্তাহীন ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের গণহত্যা বন্ধের জন্য জরুরিভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকতে হবে। ইসরাইলি এই হামলার তীব্র নিন্দা জানান তিনি।
শনিবার ফজরের নামাজের সময় ইসরায়েল গাজা শহরের আল-দারাজ এলাকার আল-তাবিঈন স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুহীন মানুষের ওপর বিমান হামলা চালায়। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলায় আহত হন আরও বহু মানুষ।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
খলিল আল-হাইয়া বলেন, এই হামলার মধ্যদিয়ে একেবারেই পরিষ্কার হয়েছে যে, ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাবে। এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে মার্কিন সরকারের সবুজ সংকেত রয়েছে বলেও দাবি করেন তিনি।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস