সংবিধান পরিবর্তনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে: ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি:সংগৃহীত
সংবিধান কমিশন গঠন করে সংবিধান পরিবর্তন করার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং দেশের অন্যতম ইসলামী চিন্তাবিদ সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
আজ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকার: কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় দেশের শীর্ষ স্থানীয় আলেম-ওলামারা নিজেদের মতামত তুলে ধরেন।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘কুয়ার মধ্যে ইঁদুর রেখে সেই কুয়া যেমন কখনও পরিষ্কার করা যায় না, তেমনি এই সংবিধানকে এমনভাবে রেখেই সাম্যের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব না। তাই সংবিধান কমিশন গঠন করে সংবিধান পরিবর্তন করার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে।। ’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, ‘পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলতে আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে। পরিবর্তন হতে হবে ব্যক্তি পর্যায় থেকে। শুধু নেতা নয় পরিবর্তন করতে হবে নীতির। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি দমন করতে জবাবদিহিতামূলক সংস্কৃতি তৈরি করতে হবে। নতুন শিক্ষা কমিশন গঠন করে। নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে হবে। সিন্ডিকেট ভেঙে, কৃষি খাতে কাজ করলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে।’
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘কেমন দেশ চাই ? উত্তর ওই একটাই, চাই ইসলামিক রাষ্ট্র। তবে সেটা এখনই সম্ভব না হলেও এই যে আন্দোলনের মূল জায়গা সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচারের রাষ্ট্র চাই। সবার থাকবে সমান অধিকার এটাই আমরা চাই।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?