পুলিশের অস্ত্র নিয়ে ‘ভয়াবহ তথ্য’ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
১১ আগস্ট ২০২৪, ১৫:৫৩
শেয়ার :
পুলিশের অস্ত্র নিয়ে ‘ভয়াবহ তথ্য’ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কোটা সংস্কার আন্দোলনে পুলিশকে সীমান্তে ব্যবহার করা অস্ত্র দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ রবিবার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। সীমান্তে যে অস্ত্র ব্যবহার করা হয়, সেটা পুলিশকে দেওয়া হয়েছিল, যা একদমই ঠিক হয়নি। পুলিশের ওপর যে হামলা হয়েছে, তা খুবই বেদনাদায়ক। যদিও তারা যে কিছুই করেননি সেটাও বলব না। হাজারও তরুণ মারা গেছেন পুলিশ ও অন্যের গুলিতে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশকে আর কেউ লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে  পারবে না। আমি চেষ্টা করব, যারা হুকুমদাতা, ছিলেন তাদের ধরতে। দেশে না পেলেও বিদেশ থেকে আনব।’

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশ ছাড়া আমাদের সমাজটা চলতে পারে না। প্রতি দিনই খবর পাচ্ছি, বিভিন্ন জায়গায় থেকে বলছে, “স্যার আমার বাড়ি চুরি হচ্ছে”। যদিও সেনাবাহিনী বের হয়ে আছে, কিন্তু এটা তাদের কাজ না। পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না, তবুও তারা করছেন।’

এর আগে আজ বেলা ১১টার দিকে পুলিশ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন সময়ে আহত হয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশের আইজি মো. ময়নুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।