দেশ ছাড়লেন ববিতা
করোনায় আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালে থাকার পর গেল মাসের শেষদিকে বাসায় ফেরেন বরেণ্য অভিনেত্রী ববিতা। করোনায় আক্রান্ত ও বাসায় ফেরার খবরটি তখন নিশ্চিত করেন তারই ছোট বোন অভিনেত্রী চম্পা।
সে সময়ই তিনি জানান, সুস্থতা ও শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠলেই ববিতা পাড়ি দিবেন কানাডায়। কারণ সেখানে তার একমাত্র ছেলে অনিক থাকেন। আর এই অভিনেত্রীও সময় পেলে ছুটে যান ছেলে কাছে। অবশেষে গেল শুক্রবার দিবাগত রাতে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন ববিতা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
যাওয়ার আগে অভিনেত্রী বলেছেন, ‘ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি। কানাডার উদ্দেশে রওনা হলাম। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে গেল ১৮ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ববিতা। এর আগেও, করোনা হানা দিয়েছিল তার শরীরে। করোনার কারণে এবার ছেলে কাছে যেতে পারেননি এই অভিনেত্রী। শুধু তাই নয়, ৩০ জুলাই ববিতা তার ৭১তম জন্মদিনও পালন করতে পারেননি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’