বাউফলে পৌর বিএনপি সভাপতিকে অব্যাহতি
ভাঙচুর, লুটপাট ও হুমকি ধামকির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলার পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবীরকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি। গতকাল শনিবার রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা বিএনপির আহ্বায়ক আ. রসিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতা হুমায়ুন কবীবের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও হুমকি ধামকির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে আপনাকে (হুমায়ুন কবীরকে) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু নোটিশের জবাব সন্তোষজনক নয়। তাই আপনাকে পৌর বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, নৈরাজ্যকারীদের দলে কোনো স্থান নাই। সে যত বড় পদধারী হোক।