লেখক মুশতাককে নিয়ে এবার মুখ খুললেন আশফাক নিপুন
লেখক মুশতাক আহমেদ, ‘সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়ানো’র অভিযোগ ২০২০ সালে মে মাসে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করে র্যাব। গ্রেপ্তারের নয় মাস পর গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী অবস্থাতেই মৃত্যু হয় তার। সেসময় কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থার কারণে মৃত্যুবরণ করেন লেখক মুশতাক। কিন্তু তখন অনেকেই দাবি করেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
লেখক মুশতাক আহমেদকে নিয়ে এবার কথা বললেন নির্মাতা আশফাক নিপুন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শ্রদ্ধেয় লেখক মুশতাক ভাই, আপনার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না, হওয়ার সম্ভাবনাও আর নাই। আপনি দেখে যেতে পারলেন না আজকে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত, উদযাপন করছে স্বৈরশাসন মুক্তির। কলম দিয়ে মুক্তির যে যুদ্ধ আপনি শুরু করেছিলেন ৪ বছর বা তারো আগে, সেই যুদ্ধ আজ জয় করেছে ছাত্র জনতা। ২০২১ এ যারা তিলে তিলে কষ্ট দিয়ে জেলখানায় আপনাকে হত্যা করেছে তারা আজ পালিয়ে বেড়াচ্ছে। যতদিন বেঁচে ছিলেন আপনার মুক্তির জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য আমার আপনাকে বাঁচাতে পারলাম না।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নির্মাতা আরও লিখেছেন, ‘এই স্বাধীন দেশ দেখাতে পারলাম না, স্বাধীন দেশে এক কাপ চা খেতে খেতে আড্ডা দিতে পারলাম না। এই বিজয় যতটা আবু সাঈদের, মুগ্ধ বা আরো অনেক শহীদের, তেমনি এই বিজয় আপনারও। আপনি এই যুদ্ধের সেই প্রথমদিককার শহীদ যখন ভয়ে কেউ কথা বলতেও সাহস পেত না। যেখানেই আছেন জানবেন, মুক্তির এই ডামাডোলেও কেউ আপনাকে নীরবে স্মরণ করছে, এই বিজয় আপনাকে উৎসর্গ করছে। ভাল থাকবেন ওপারে মুশতাক ভাই। আর এভাবে আমাকে সাহস দিয়ে যাবেন। ভালবাসা।’
পোস্টের শেষে মুশতাক আহমেদের গ্রেপ্তার ও মৃত্যুর খবরটিও তুলে ধরেন নির্মাতা আশফাক নিপুন। স্মরণ করিয়ে দেন পেছনের কথা। তার ভাষ্য, ‘লেখক মুশতাক আহমেদ তৎকালীন আওয়ামী সরকারের সমালোচনা করে লেখার অপরাধে ২০২০ সালের মে মাসে কুখ্যাত ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তার হন। ২৫ ফেব্রুয়ারী ২০২১-এ পুলিশ কাস্টডিতে চরম নির্যাতনের শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন। সেই মৃত্যুর বিচার এখনো হয়নি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট