কিনশাসার বাতাসে দূষণ সবচেয়ে বেশি, ঢাকার পরিস্থিতি কী

অনলাইন ডেস্ক
১১ আগস্ট ২০২৪, ১০:২১
শেয়ার :
কিনশাসার বাতাসে দূষণ সবচেয়ে বেশি, ঢাকার পরিস্থিতি কী

বিশ্বজুড়ে প্রধান কয়েকটি সমস্যার একটি হলো বায়ুদূষণ। এ সমস্যার কারণে প্রতিদিন হাজারও মানুষের মৃত্যুঝুঁকি বাড়ছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী বায়ুদূষণের শীর্ষে আজ অবস্থান করছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী ‘কিনশাসা’।

আজ রবিবার সকাল ১০টার দিকে আইকিউএয়ার বায়ুদূষণের তালিকা প্রকাশ করেছে।

তালিকা অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৫৬ স্কোর নিয়ে ‘অস্বাস্থ্যকর’ অবস্থানে রয়েছে কিনশাসা। পরবর্তী অবস্থানে রয়েছে, ইন্দোনেশিয়ার জাকার্তা, চীনের উহান, উগান্ডার কাম্পালা,সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই এবং চিলির সান্তিয়াগো। আর ৮৪ স্কোর নিয়ে বিশ্বের শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১৩তম।

সম্প্রতি বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণ কিছুটা কমেছে। তাই গত কয়েক দিন ধরেই ঢাকার বাতাসে দূষণের মাত্রা ‘মাঝারি’ অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। যারা নিয়মিত বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিষ্ঠানটি বাতাসের মান নিয়ে তৈরি করে এই একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। এ অবস্থায় শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।