মুখে রড ঢুকিয়ে ৭ বছরের শিশুকে হত্যা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
১০ আগস্ট ২০২৪, ২০:১৫
শেয়ার :
মুখে রড ঢুকিয়ে ৭ বছরের শিশুকে হত্যা

সিলেটের বিশ্বনাথে তামিম আহমদ (৭) নামের এক শিশুর মুখে রড ঢুকিয়ে হত্যা করা হয়েছে। পরে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়।

আজ শনিবার ভোরে অভিযুক্ত নাইম আহমদকে (২২) স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদ করলে, স্বীকারোক্তি দিয়ে শিশুর মরদেহ বের করে দেন। এর আগে গতকাল শুক্রবার দুপুরে বিশ্বনাথ পৌরশহরের কালীগঞ্জবাজার সংলগ্ন চুনু মিয়ার কলোনীতে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার তামিম কালিগঞ্জের আলাপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং অভিযুক্ত নাইম আহমদ নেত্রকোনার মদন থানার বড়হাটি গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তাদের উভয়ের পরিবার ওই কলোনিতে বসবাস করে।

জানা গেছে, নাইম ও তামিম পরিবারের সাথে একই কলোনিতে থাকতেন। নাইম ড্যান্ডি নামক নেশায় আসক্ত ছিলেন। ঘটনার দিন শুক্রবার দুপুরে ড্যান্ডি সেবন করে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। তখন জানালা দিয়ে তাকে বার বার ডাকছিলেন শিশু তামিম। এতে বিরক্ত হয়ে মুখে লোহার রড ঢুকিয়ে তাকে হত্যা করেন নাইম। পরে মরদেহ ফেলে দেন পার্শ্ববর্তী পুকুরে।

এদিকে ঘটনার পর থেকে মরদেহ উদ্ধারের আগ পর্যন্ত শিশু তামিমকে খুঁজছিলেন পরিবারের লোকজন। 

স্থানীয় বাসিন্দারা জানান, বিশ্বনাথ থানা পুলিশশূণ্য থাকায় কলোনির মালিক চুনু মিয়াসহ এলাকাবাসী অভিযুক্ত নাইমের স্বীকারোক্তি আদায় করে তাকে আটক করে রেখেছেন।