ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে আশফাকুল ইসলামের নিয়োগ বাতিলের দাবি
দেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মো. আশফাকুল ইসলামের নিয়োগ বাতিল চেয়ে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ শনিবার এক ফেসবুক পোস্টে এ আল্টিমেটাম দেন তিনি।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখন, সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত বিচারপতি আশফাকুল ইসলাম একজন ফ্যাসিবাদের দোসর, তাকে ছাত্র-নাগরিক প্রত্যাখ্যান করছে। অনতিবিলম্বে সন্ধ্যা ৬টার মধ্যে সৈয়দ রিফাত হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে।
তিনি লেখেন, ঢাকার সব ছাত্র-নাগরিককে হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে মার্চ করার আহ্বান জানানো হচ্ছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, আজ দেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম। তিনি এতদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তার আগে আজ প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেন। আজ বেলা আড়াইটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।