মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে মাঠে নেমেছে বিএনপি
গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে এক ধরনের ভয়ভীতি চেপে বসেছে বলে মনে করছে বিএনপি। এই পরিস্থিতি থেকে উত্তরণে নানা উদ্যোগ গ্রহণ করেছে দলটি। এরই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আতঙ্কিত নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে সার্বক্ষণিক দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা রাজধানীর বিভিন্ন স্পটে আজ রবিবার থেকে মাঠে নেমেছে।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল মহাখালী টিভি গেট মন্দির পরিদর্শন দিয়ে শুরু করেন।
এরপর বেলা ১১টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজন বাংলামোটর এলাকায় থেকে শুরু করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জানা গেছে, বিকেল ৩টায় রামকৃষ্ণ মন্দির পরিদর্শন দিয়ে শুরু করবেন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।
এরপর বিকেল ৪টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে শুরু করবেন
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ঢাকা দক্ষিণ বিএনপি আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
বিকেল ৫টায় ফার্মগেট তেজগাঁও গির্জা পরিদর্শন করবেন তাবিথ আউয়াল।