ডেমরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সাইদ আহমেদ
রাজধানীর ডেমরায় ওয়ার্ড যুবদল নেতা সাইদ আহমেদকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ৬৭ নং ওয়ার্ডের ওরিয়েন্ট স্কুল মোড়ে এ ঘটনা ঘটে।
সাইদ আহমেদ ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন। তিনি ডেমরার আমতলা বাহির টেংরা এলাকার সেকেন্দার আলীর ছেলে।
সাইদ আহমেদের মামা আপেল মাহমুদ বলেন, তার ভাগনে বিকেলে একটি প্রোগ্রাম শেষ করে রাতে বাসায় ফিরছিলেন। পথে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?