অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক
নেত্রকোণার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ইউনিয়নের নৈহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর নেত্রকোণা ক্যাম্পের মেজর জিসান জানান, সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে আনা হয়েছে। অভিযান চলাকালে তার বাড়িতে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র পাওয়া যায়। আমলযোগ্য অভিযোগ আছে তার বিরুদ্ধে।
স্থানীয় বিভিন্নসূত্র জানায়, সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম এলাকায় খুবই প্রভাবশালী। তিনি জমি দখলসহ নানাভাবে স্থানীয়দের অত্যাচার ও নির্যাতন করে আসছিলেন। নৈহাটিবাজারে অবৈধভাবে একটি গরু বেচা-কেনার হাট বসানো হয়। এই হাট পরিচালনায় প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন মহলকে ম্যানেজের দায়িত্ব পালনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই হাটের জন্য প্রতিবছর কমপক্ষে ৫০ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয় সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, আটক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতনের মামলা দিয়ে মানুষকে ফাঁসানোর অভিযোগ আছে। তিনি মিথ্যে মামলায় অনেককে ফাঁসিয়েছেন।
মেজর জিসান বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজন বিবেচিত হলে তাকে আইনগত প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।’