কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক আজিজ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৪, ২০:৩৬
শেয়ার :
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক আজিজ

সাতক্ষীরার কলারোয়ায় বৃহত্তর সাংবাদিক সংগঠন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মো. মোস্তাক আহমেদকে (দৈনিক আমাদের সময়) সভাপতি ও এম.এ আজিজকে (সিনিয়র সদস্য) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ঠ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি এসএম জাকির হোসেনের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাবের তিন উপদেষ্টা প্রফেসর আবু বক্কর সিদ্দিক, ডা. শফিকুল ইসলাম ও এড. কাজী আব্দুল্লাহ আল হাবিবসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিতি ছিলেন।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. শামছুর রহমান লাল্টু (দৈনিক নয়া নিগন্ত), যুগ্ন সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক মুহা. আসাদুজ্জামান ফারুকী, কোষাধ্যক্ষ মো. মোস্তফা হোসেন, দপ্তর সম্পাদক তাজউদ্দীন রিপন, প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন রাজ, নির্বাহী সদস্য মো. রেজওয়ানুল হক ও মুর্তজা হাসান মুন্না। এছাড়া তিনজনের নাম পরবর্তীতে জানানো হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।