সেনাবাহিনীর নিরাপত্তায় শনিবার খুলছে শিল্পাঞ্চল

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৪, ১৭:৪৮
শেয়ার :
সেনাবাহিনীর নিরাপত্তায় শনিবার খুলছে শিল্পাঞ্চল

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার ১ হাজার ৮০০ কারখানা শনিবার থেকে পূর্ণ উদ্যমে চালু হবে। এখনো মাঠে নেই শিল্পপুলিশ কিংবা থানা পুলিশের কোনো ইউনিট। নিরাপত্তার কারণে ভয়ে, আতঙ্কে কারখানা বন্ধ রেখেছিলেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। এবার শিল্পাঞ্চলে নিরাপত্তা দিতে মাঠে নেমেছে সেনাবাহিনী। তৈরি করা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত টাস্কফোর্স।

আজ শুক্রবার সকালে শিল্পএলাকা পরিদর্শনে গিয়ে এমন তথ্য জানান সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের কর্মকর্তা কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন।

পরে জামগড়া এলাকায় উইন্ডি গ্রুপের হলিউড পোশাক কারখানার সামনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

বিজিএমইএ পরিচালক শোভন ইসলাম জানান, গত চারদিন ধরে পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে প্রায় দুই হাজার কারখানা।

শেখ হাসিনা সরকারের পতনের পরপর বেশ কিছু তৈরি পোশাক কারখানায় ঘটে হামলা ও ভাঙচুরের ঘটনা। প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি বরং নিজেদের নিরাপত্তা নিয়েই তারা দিশেহারা। এমন পরিস্থিতিতে কারখানা খুললে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হলে তার দায় কে নেবে। এমন ঝুঁকি ও সংখ্যার বিষয়টি মাথায় রেখেই কারখানা বন্ধ রয়েছে। তবে পর্যাপ্ত নিরাপত্তা পেলে কাল থেকে কারখানাগুলো খুলে দেওয়ার পক্ষে বিজিএমইএ।

সেনা কর্মকর্তারা জানান, অর্থনীতির লাইফলাইন হিসেবে যেকোনো মূল্যে তৈরি পোশাক খাতের চাকা সচল রাখতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে মাঠে কাজ করবে সেনাবাহিনী।

মালিকপক্ষ আতঙ্কিত হলেও শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে চায়। তাই শিল্পাঞ্চলে কারখানার নিরাপত্তা পরিবেশ ঠিক রাখতে তৎপর থাকবে সেনাবাহিনী।