মেয়েদের বিয়ের বয়স ৯ বছরে নামিয়ে আনতে চায় ইরাক

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৪, ১৬:৪৯
শেয়ার :
মেয়েদের বিয়ের বয়স ৯ বছরে নামিয়ে আনতে চায় ইরাক

ইরাকে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ৯ বছরে নামিয়ে আনার ব্যাপারে আলোচনা চলছে। ইরাকের আইন মন্ত্রণালয় থেকে এমন প্রস্তাব করা হয়। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেশটিতে বিদ্যমান আইনে নারীদের বিয়ের ন্যূনতম বিয়ের বয়স ১৮ বছর। নতুন উত্থাপিত বিলে বলা হয়েছে, ধর্মীয় নেতা ও বেসামরিক বিচার সংশ্লিষ্টরা চাইলেই পারিবারিক বিষয়ে কথা বলতে পারবেন। 

এই বিলে মেয়েদের নূন্যতম বিয়ের বয়স ৯ ও ছেলেদের নূন্যতম বিয়ের বয়স ১৫ বছর করার প্রস্তাব করা হয়েছে।

ইউনিসেফের হিসেব অনুযায়ী, ইরাকে ২৮ শতাংশ নারীরা ১৮ বছরের আগেই বিয়ে করে থাকেন। নতুন বিল পাস হলে নিশ্চিতভাবেই এই সংখ্যা আরও বাড়বে।