ডিআইজি আনিসুর রহমানের উসকানিতে রাজশাহীতে আজও পুলিশের কর্মবিরতি

রাজশাহী ব্যুরো
০৮ আগস্ট ২০২৪, ২০:৩০
শেয়ার :
ডিআইজি আনিসুর রহমানের উসকানিতে রাজশাহীতে আজও পুলিশের কর্মবিরতি

২৪ ঘণ্টার মধ্যে পুলিশের সকল সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হলেও রাজশাহীতে নিজ কর্মস্থলে ফেরেননি পুলিশ সদস্যরা। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের নির্দেশনা উপেক্ষা করে ১১ দফা দাবির আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান।

আজ বৃহস্পতিবার আন্দোলন কর্মসূচি চলাকালে ডিআইজির এই বার্তা নিয়ে পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন আরআরএফের পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক। এ সময় জাহাঙ্গীর আন্দোলনকারীদের বলেন,‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বলেছেন ডিআইজি।’ 

জানা গেছে, শেখ হাসিনার পতন ঠেকাতে ছাত্র আন্দোলন দমাতে বিক্ষোভের মুখে পুলিশ সদস্যদের ঠেলে দেওয়ায় ঊর্ধ্বতন (বিসিএস) কর্মকর্তাদের বিচার ও পুলিশ হত্যার বিচারসহ ১১ দফা দাবিতে পুলিশ লাইন্সে পুলিশের সদস্যরা বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার তারা এ বিক্ষোভ করেন। এ সময় তাদের কাছে রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানের বার্তা নিয়ে যান রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক। হ্যান্ড মাইকে তিনি বক্তব্য দেন। এ সময় ফোর্সদের উদ্দেশে তিনি বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বলেছেন ডিআইজি।’ ওই বক্তব্য শোনার পর আন্দোলনকারী আরও উত্তেজিত হয়ে নানা শ্লোগান দিতে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আন্দোলনকারী এ তথ্য জানিয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া পুলিশ সদস্যদের অভিযোগ, সরকারের পতন হচ্ছে তা আগের দিনই টের পেয়েছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তখন ঊর্ধ্বতন বিসিএস পুলিশ কর্মকর্তারা মাঠ ছেড়ে নিরাপদে চলে যান। অথচ সরকার পতনের দিনও শিক্ষার্থীদের দমন করতে সাধারণ পুলিশ সদস্যদের মাঠে নামানো হয়। এর ফলে থানায় ঢুকে ঢুকে পুলিশ হত্যার মতো ঘটনাও ঘটেছে। পুলিশের এসব হতাহতের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দায় রয়েছে বলে তারা মনে করেন। এ জন্য তারা ‘দায়িত্বহীন’ পুলিশ কর্মকর্তাদেরও বিচার চান। পাশাপাশি বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন যে ১১ দফা দিয়ে কর্মবিরতি শুরু করেছে, তা বাস্তবায়নের দাবি জানান বিক্ষোভকারীরা।

আইজিপির নির্দেশনা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে জানতে রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই প্রকাশ্যে আর দেখা যায়নি পুলিশ ডিআইজি আনিসুর রহমান ও আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে।