শপথ রাত ৯টায়, বঙ্গভবনে যাচ্ছেন অতিথিরা
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্ববর্তীকালীন সরকারের শপথ গ্রহণ হতে যাচ্ছে বঙ্গভবনে রাত ৯টায়।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে। এরই মধ্যে শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবনে প্রবেশ করছেন আমন্ত্রিত অতিথিরা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
অন্তর্ববর্তীকালীন সরকারের ১৬ উপদেষ্টার একটি প্রকাশ পেয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো তা জানানো হয়নি। তারা হলেন ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি) , ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, ড. আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুকী আজম।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের ২১টি গাড়ি প্রস্তুত করা হয়। সেই গাড়িতে বঙ্গভবনে যাচ্ছেন তারা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?