এফডিসি’র দায়িত্ব নিলেন নতুন ব্যবস্থাপনা পরিচালক
চলচ্চিত্রের আঁতুড় ঘর’খ্যাত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে এলেন নতুন মুখ। স্বায়ত্তশাসিত এই সংস্থাটির এমডির দায়িত্বে থাকা নুজহাত ইয়াসমিনের জায়গায় নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক। তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পনির্দেশক ও বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।
জানা গেছে, এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদ ৩ বছর। তবে নুজহাত ইয়াসমিন এই মেয়াদ পেরিয়ে আরও অনেক দিন একই পদে বহাল ছিলেন। মূলত তার মেয়াদ পেরিয়ে যাওয়ার কারণেই নতুন একজন নিয়োগ পেলেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গেল ১ আগস্ট থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন দিলীপ কুমার বণিক। তিনি এর আগে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, সাবেক এমডি নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে প্রায়ই নানা অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মাঝে-মধ্যেই বিএফডিসির কর্মচারীরা ও সিনেমা সংশ্লিষ্ট ১৭টি সংগঠন আন্দোলন করেছে। সকল আন্দোলনের পরও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে বহাল তবিয়েতই ছিলেন তিনি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট