গাজীপুর জেলা কারাগারে সংঘর্ষ, আহত ১৬
গাজীপুর জেলা কারাগারে বন্দীদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষ হয়েছে। এতে ১৩ বন্দী ও ৩ কারারক্ষী আহত হন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগার। গত কয়েক দিন দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের বিক্ষোভের খবর আসে গাজীপুর জেলা কারাগারে। ছাত্র ও রাজনৈতিক মামলায় জামিন পাওয়া আসামিদের আজ মুক্তি দেওয়া হয়। বেলা ১১টার দিকে সেখানে থাকা অন্য বন্দীরাও মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোড়েন কারারক্ষীরা। একপর্যায়ে বন্দীরা গুলি ছিনিয়ে নিয়ে পাল্টা হামলা করে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক মাকসুদা আক্তার বলেন, প্রথমে সব শান্ত ছিল। তবে বন্দীরা বিদ্রোহ করলে রাবার বুলেট ছোড়েন করারাক্ষীরা। এতে পাঁচ-ছয়জন জ্ঞান হারিয়ে ফেলেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের জ্ঞান ফিরে এসেছে।
চিকিৎসক আরও বলেন, অনেকের শরীরে রাবার বুলেটের আঘাত ছিল, এখন ড্রেসিং করে দেওয়া হয়েছে। এরপর দেখা গেল, একজনের পর একজন আসতেছে। কারও চোখে আঘাত, কারও মাথায় আঘাত, কারও পায়ে আঘাত। অনেকেরই সেলাই করা লেগেছে। হয়তো কাউকে সরকারি হাসপাতালে রেফার্ড করা লাগতে পারে। এ পর্যন্ত ১৩ বন্দী ও ৩ কারারক্ষীসহ ১৬ জন আহত হয়েছেন।
প্রসঙ্গত, কয়েক দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করেছে কারা অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।