বিদেশে পালানোর সময় উত্তর সিটির ওয়ার্ড কাউন্সিলর আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি জানান, ‘ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে ধরা হয়। রাজনৈতিক ব্যক্তিত্বসহ অনেক পেশাজীবীদের বিমানবন্দর ছাড়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। ’
সূত্র জানায়, রাজধানীর বিমানবন্দর, কাওলা, শিয়ালডাঙ্গা ও গাওয়াইরসহ আশপাশের এলাকায় দখল ও চাঁদাবাজির জন্য রয়েছে নাঈমের নিজস্ব বাহিনী; তারা এলাকায় ‘নাঈম খলিফা’ হিসেবে পরিচিত।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?