‘আমি কেন পালাব? আমি তো কোনো অন্যায় করিনি’

বিনোদন ডেস্ক
০৮ আগস্ট ২০২৪, ১৩:২০
শেয়ার :
‘আমি কেন পালাব? আমি তো কোনো অন্যায় করিনি’

অভিনেত্রী তানভীন সুইটি। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।

শোবিজের অনেক তারকার সঙ্গেই সখ্যতা ছিল শেখ হাসিনার। আওয়ামী লীগের বিভিন্ন মিটিং-মিছিলেও নিয়মিত দেখা যেত বেশ কয়েকজন তারকাকে। তাদের মধ্যে একজন অভিনেত্রী তানভীন সুইটি।

শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। তাই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্যদের মতো তানভীন সুইটিও আত্মগোপনে রয়েছেন কি না?

অনেকের এ ধারণাকে ভুল প্রমাণিত করতে সম্প্রতি গণমাধ্যমকে এ অভিনেত্রী বলেন, ‘আমি কেন পালাব? আমি তো কোনো অন্যায় করিনি। আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে। আমি সেখানে যেতেই পারি।’

তানভীন সুইটি আরও বলেন, ‘এমন তো না যে আমি কোনো সুবিধা নিয়েছি। আমি আগে যা ছিলাম, এখনও তাই আছি। তাই আমার সঙ্গে কারও কোনো বৈরী সম্পর্ক হবে না আশা করছি।‘

কথা প্রসঙ্গে এ অভিনেত্রী জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছেন তিনি। সবকিছু আগের মতো হলেই পর্দায় আবার দেখা যাবে তানভীন সুইটিকে।